Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

 

চাঁদপুর জেলা নির্বাচন অফিস বাংলাদেশের চাঁদপুর জেলার নির্বাচন সংক্রান্ত একটি সরকারি কার্যালয়। এটি নির্বাচন কমিশন (ইলেকশন কমিশন) এর একটি শাখা হিসাবে কাজ করে এবং জেলার নির্বাচন প্রক্রিয়া নির্দেশিত করে। চাঁদপুর জেলা নির্বাচন অফিস নিজেস্ব ভবনে অবস্থিত হয়।

চাঁদপুর জেলা নির্বাচন অফিসের প্রাথমিক কাজ হলো জেলা ভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার পরিচালনা করা। এটি জেলা স্তরে প্রাথমিক ও জেলা পরিষদের নির্বাচন, জেলা চেয়ারম্যান ও জেলা ভোটার নিবন্ধন সংক্রান্ত কাজগুলি পরিচালিত করে। জেলা নির্বাচন অফিস এছাড়াও জেলা ভিত্তিক নির্বাচন কর্মকাণ্ডের সময় নির্বাচন সংক্রান্ত নীতি এবং নির্দেশাবলী পরিচালিত করে।


উপজেলা ভিত্তিক ভোটার সংখ্যাঃ 

জেলা
উপজেলা
পুরুষ

নারী

হিজড়া
মোট
চাঁদপুর
কচুয়া
১৭৪৮৫৭
১৫৮৬৫৮
৩৩৩৫১৭
মতলব উত্তর
১৪৩৬০১
১৩৫৮৭২
২৭৯৪৭৪
মতলব দক্ষিণ
১০১৮৪২
৯৬৩৪৬
১৯৮১৮৯
চাঁদপুর সদর
২২০৩৮৯
২০১৭৯০
৪২২১৮০
হাইমচর
৫১৯১৪
৪৭২৯৯
৯৯২১৪
ফরিদগঞ্জ
১৯৬২৭৮
১৭৭৭৮৫
৩৭৪০৬৩
হাজীগঞ্জ
১৮০৪৯৩
১৩৮০৪৯
২৮৮৫৪২
শাহরাস্তি
১০৫০৫৭
১০২৪৩১
২০৭৪৮৯
মোট  ভোটার- 

১১৭৪৪৩১

১০৫৮২৩০
২২৩২৬৬৮



উপজেলা ও উপজেলাওয়ারী ইউনিয়নের তালিকা 

► চাঁদপুর জেলায় মোট উপজেলা: ০৮ টি।

► চাঁদপুর জেলায় মোট পৌরসভার সংখ্যা: ০৭ টি।

► চাঁদপুর জেলায় মোট ইউনিয়ন সংখ্যা: ৮৯টি।


জাতীয় পরিচয়পত্র ফি জমা প্রদান সংক্রান্ত

 

                                                                                                                                                                                    

ক্রমিকনং

কার্যসমূহ

ধার্যকৃতফি/চার্জ

সাধারণ (৩০ কার্যদিবস)

জরুরী (৭ কার্যদিবস)

০১.

জাতীয় পরিচয়পত্র নবায়নঃ

           

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে তা প্রদানের তারিখ হতে ১৫(পনের) বছর। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বা পরে তা নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের নিকট আবেদন করতে হবে।

১০০টাকা

১৫০টাকা

০২.

হারানো বা নষ্ট হবার কারণে নূতন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিঃ

           

জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার নম্বর উল্লেখ করে যে কোন থানায় জিডি করতে হবে এবং জিডির মূলকপি সংযুক্ত করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

 

 

(ক) প্রথমবারআবেদনেরক্ষেত্রে

২০০টাকা

৩০০টাকা

(খ) দ্বিতীয়বারআবেদনেরক্ষেত্রে

৩০০টাকা

৫০০টাকা

(গ) পরবর্তীযেকোনবারআবেদনেরক্ষেত্রে

৫০০টাকা

১০০০টাকা

 

                                                                                                                                                

ক্রমিকনং

কার্যসমূহ

ধার্যকৃতফি/চার্জ

০৩.

জাতীয়পরিচয়পত্রসংশোধনঃ

           

জাতীয়পরিচয়নিবন্ধনেরসময়প্রত্যেকনাগরিকফরম-২ এ যে সব তথ্য প্রদান করেন সে সব তথ্য হতে বাংলায় ও ইংরেজিতে নিজেরনাম, পিতারনাম, মাতারনাম, জন্মতারিখ, ঠিকানা, রক্তেরগ্রুপ ও নিজের স্বাক্ষর ইত্যাদি তথ্য জাতীয় পরিচয়পত্রে লিখা হয়। জাতীয় পরিচয়পত্রের এ সব তথ্যের সংশোধনকে “জাতীয় পরিচয়পত্র সংশোধন” হিসেবে গণ্য।

 

(ক) প্রথম বার আবেদনের ক্ষেত্রে

২০০টাকা

(খ) দ্বিতীয় বার আবেদনের ক্ষেত্রে

৩০০টাকা

(গ) পরবর্তী যে কোন বার আবেদনের ক্ষেত্রে

৪০০টাকা

০৪.

তথ্য-উপাত্ত সংশোধনঃ

           

জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত তথ্যসমূহ ছাড়া ফরম-২ লিখিত অন্যান্য তথ্যসমূহ সংশোধন করাকে “তথ্য-উপাত্ত সংশোধন” হিসেবে গণ্য করা হবে।

 

(ক) প্রথম বার আবেদনের ক্ষেত্রে

১০০টাকা

(খ) দ্বিতীয় বার আবেদনের ক্ষেত্রে

২০০টাকা

(গ) পরবর্তী যে কোন বার আবেদনের ক্ষেত্রে

৩০০টাকা

◊ উপরিউক্ত ফি/চার্জ ট্রেজারী চালানের মাধ্যমে অথবা “সচিব, নির্বাচন কমিশন সচিবালয়” এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে (ভ্যাটসহ) পরিশোধ করা যাবে।


         

ট্রেজারী চালানে জমাঃ

           

বাংলাদেশ ব্যাংকের সকল শাখায় এবং সোনালী ব্যাংকের ট্রেজারী শাখাসমূহে নির্দিষ্ট হারে জাতীয় পরিচয়পত্র ফি অর্থনৈতিক কোড নং- "১-০৬০১-০০০১-১৮৪৭-জাতীয় পরিচপত্র ফি" নতুন কোড-১৪২২৩০২। উক্ত ফি এর উপর শতকরা ১৫ টাকা হারে মূল্য সংযোজন কর জমা দিতে হবে। মূল্য সংযোজন করের অর্থনৈতিক কোড নং- "১-১১৩৩-০০০০-০৩১১-মূল্য সংযোজন কর" নতুন কোড-১১৪১১০১। মূল্য সংযোজন কর কোড এর "০০০০" স্থলে ফি জমাদানকারীকে সংশ্লিষ্ট কমিশনারেটের কোড লিখতে হবে। কমিশনারেটের কোড সমূহ  নিম্নরূপঃ

           

ঢাকা (পূর্ব)-০০৩০            ঢাকা (দক্ষিণ)- ০০১০       রংপুর-০০৪৫                    রাজশাহী-০০২০

           

ঢাকা (পশ্চিম)-০০৩৫        কুমিল্লা-০০৪০                 যশোর-০০০৫                    চট্টগ্রাম-০০২৫

           

ঢাকা (উত্তর)-০০১৫           সিলেট-০০১৮                খুলনা-০০০১